পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা মৌজার জনগন ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টার সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্যের উত্তরপাশে রাস্তায় জমি অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন করেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক জলিশা মৌজায় জমিঅধিগ্রহণ বন্ধের দাবিতে জলিশা এলাকার গরীব, অসহায় ও কৃষকদের নিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শাহ-আলম, সাবেক ইউপি সদস্য মশিউর রহমান (শহিদ), মাও: সৈয়দ ছগির আহম্মেদ, সৈয়দ আতিকুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রীরামপুর ও জলিশা মৌজার জমি অধিগ্রহণের বিষয় অর্থের পার্থক্য রয়েছে। তাছাড়া অধিগ্রহণের পূর্বে জমি দাতাদের সাথে যোগ্যতা অনুযায়ী চাকরির আশ্বাস দিয়েছেন কিন্তু চাকরি তো দূরের কথা জমি অধিগ্রহণের টাকা সঠিকভাবে দিতে ব্যর্থ হয়েছে।
তারা প্রকল্প পরিচালককে দোষারোপ করে বলেন, তিনি উৎকোচের মাধ্যমে জলিশা মৌজার জমির চেয়ে শ্রীরামপুর মৌজার জমি তিনগুন বেশী দাম দিয়েছে। এ সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তপক্ষকে ৪দিনের সময় বেধে দিয়েছে উক্ত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে প্রয়োজনে তারা উচ্চ আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখ্য,পবিপ্রবিতে জলিশা মৌজার ১৯.৬৫ একর জমি বর্তমানে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাহী প্রকৌশলী ও জমিঅধিগ্রহণের প্রকল্প পরিচালক মো: আমির হোসেনের সাথে আলাপকালে তিনি বলেন, অধিগ্রহণের বিষয়টি সরকারি বিধি মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
