পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্ কেন্দ্রীয় কমিটির মির্জাগঞ্জ উপজেলা ৩নং আমড়াগাছিয়া ইউনিয়ন কমিটি গঠনের উদ্যোগে সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে সকাল ১০ ঘটিকার সময়, প্রধান অতিথি, আলহাজ্ব হযরত মাওলানা মফিজউদ্দীন জিহাদী যুব হিযবুল্লার সভাপতি কেন্দ্রীয় কমিটি,,, বিশেষ অতিথি ছারছীনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুরের সফরসঙ্গী আলহাজ্ব হযরত মাওলানা হেমায়েতবিন তৈয়ব, আলহাজ্ব হযরত মাওলানা বোরহান উদ্দিন সালেহী, মোহাদ্দিস ছারছিনা দারুসুন্নাত কামিল মাদ্রাসা আরো অন্যান্য ওলামায়ক্রামগন উপস্থিত ছিলেন। ৩নং আমড়াগাছিয়া ইউনিয়ন কমিটি গঠন সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা শামসের আলী খান, সাধারণ সম্পাদক হযরত মাওলানা আবু সালেহ খাইরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা আবদুল মালেক হাশেমি।
মিরজাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ড থেকে দুই হাজার টাকা করে মোট ১০৮০০০টাকা উত্তোলন করা হয়। এতে করে জমিয়তে হিজবুল্লার সাধারণ কর্মিদের মধ্যে খোপের সৃষ্টি হয়। এভাবে বিভিন্ন সময় দায়িত্বশীল নেতৃবৃন্দরা টাকা উত্তোলন করে থাকেন। সাধারন কর্মিদের দাবি এভাবে টাকা উত্তোলন না করার জন্য তাদের দল হবে লিল্লাহেতান, আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলেই সফল হবে আল্লাহর দল, ইনশাআল্লাহ।