পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে মেছোবাঘের তিনটি শাবক উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসমাইল প্যাদার গোয়ালঘর থেকে শাবকগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ভোরে গোয়ালঘরে শাবকগুলো দেখতে পান ওই বাড়ির রুবেল প্যাদা। পরে তিনি শাবকগুলো তার ঘরে নিয়ে যান। খবর পেয়ে এলাকাবাসী শাবকগুলো একনজর দেখতে ভিড় করেন।
বেলা ১১টার দিকে শাবকগুলো নিয়ে রুবেল উপজেলা বনকর্মকর্তার কাছে যান। কিন্তু বন কর্মকর্তা শাবকগুলোকে আগের জায়গায় রাখতে বলেন। পরে তিনি শাবকগুলো বাড়ি নিয়ে আসেন। রুবেল প্যাদা সাংবাদিকদের বলেন, আমি বাচ্চাগুলো নিয়ে বন কর্মকর্তার কাছে গিয়েছিলাম।
তিনি বাচ্চাগুলো আগের স্থানে ছেড়ে দিতে বলেছেন। বাচ্চাগুলো আপাতত আমার জিম্মায় আছে। তবে বাচ্চাগুলো মারা গেলে আমি দায়ী নই। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম বলেন, বাচ্চাগুলো যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেখানে ছেড়ে দিতে বলেছি।
রাতের বেলা বাচ্চাগুলো যদি মায়ের সঙ্গে চলে যায় যাবে, না গেলে আগামীকাল শনিবার উদ্ধার করে জেলা বনবিভাগের কাছে হস্তান্তর করব।