পটুয়াখালী প্রতিনিধিঃ গলাচিপায় তয়না (২০) নামের এক গৃহবধূর গায়ে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, রাঙ্গাবালী উপজেলার মৌডুবি গ্রামের মৃত জলিল হাওলাদারের মেয়ে তয়না আক্তারকে চার বছর আগে বিয়ে করেন বরিশালের রমজানকাঠি গ্রামের আবুল কাশেমের ছেলে মিলন খান। তাদের সংসারে তামিম খান নামের দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। মিলন খান একজন বাসচালক। বিবাহের পর থেকেই মিলন খান যৌতুকের জন্য তয়নাকে হুমকি দিয়ে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এতে তয়না আক্তার পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামে নানা হানিফ মৃধার ঘরের সাথে আলাদা ঘর তুলে বাস করতেন। কিছুদিন আগে তামিমকে তার বাবা মিলন খান নিয়ে যান।
মঙ্গলবার দিবাগত রাতে ঘরের বেড়া ভেঙে তয়না আক্তারের গায়ে এসিড নিক্ষেপ করা হয়। এতে তার মা মাহফুজা বেগমও আহত হযেছেন। ভোররাতে স্থানীয়রা তয়না আক্তারকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরিবারের দাবি তয়নার স্বামী মিলন খান এ ঘটনা ঘটিয়েছেন।পটুয়াখালী সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী এবং গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পানপট্টি ইউনিয়নের চেয়ারম্যান এসিড নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।