পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির উঠানে গাছ চাপা পড়ে তাহমিদ (৫) নামে এক শিশু মারা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তাহমিদ মালয়েশিয়া প্রবাসী শাহজালাল ফকিরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবদুর রহমান জানান, ঘটনার সময় গাছ কাটা শ্রমিকদের নিয়ে বাড়ির উঠানে গাছ কাটছিলেন নিহত শিশুর চাচা জসিম ফকির। এ সময় দড়ি টেনে কাটা গাছের অংশ নামানোর সময় তাহমিদ ঘর থেকে নেমে উঠানে দৌড়ে গেলে সে গাছের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ খায়ের জানান, গাছ চাপা পড়ে শিশু মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।