পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা পর্যটনের নতুন সম্ভাবনা ‘চর বিজয়।’ এই চরটিতে লাল কাঁকড়ার অবাধ বিচরণের সঙ্গে রয়েছে অসংখ্য পাখির কলকাকলি। যা যে কাউকেই মুগ্ধ করে।
তাই দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে চর বিজয়। তবে বর্তমানে পর্যটকদের অবাধ বিচরণ এবং পাখি শিকারিদের আনাগোনায় চরটিতে কমেছে কাঁকড়া ও পাখির সংখ্যা। ২০১৭ সালে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ২০ কিলোমিটার গভীরে ৫ হাজার একর আয়তন নিয়ে জেগে ওঠে চর বিজয়।
শীত মৌসুমে এ চর জেগে থাকলেও বর্ষা মৌসুমে তা আবার ডুবে থাকে। তাই জেলেদের কাছে এটি হাইরের চর নামেও পরিচিত। প্রতি বছর শীত মৌসুমে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত থাকে পুরো চর। এছাড়া সবেচেয়ে বেশি লাল কাঁকড়া দেখা যায় এখানে। লাল কাকড়া এবং পাখির কলকাকলি মুগ্ধ করে পর্যটকদের।
এছাড়াও এই চরটিতে রয়েছে সাদা ঝিনুকের ছড়াছড়ি। কুয়াকাটা থেকে স্পিড বোর্টে চর বিজয়ে পৌঁছাতে সময় লাগে প্রায় ১ ঘণ্টার মতো। এ সময় পর্যটকরা উপভোগ করতে পারেন সমুদ্রের নয়নাভিরাম সৌন্দর্য।
বিস্তীর্ণ জলরাশি ও সমুদ্রের বিশালতা ভ্রমণে ভিন্ন মাত্রা যোগ করে। এছাড়া লাল কাঁকড়া ও পরযায়ী পাখির উপস্থিতি চরটিতে ভ্রমণের মাত্রায় নতুন মাত্রা যোগ করে।