স্টাফ রিপোর্টার
পেছনে কে বা কি আছে তা দেখার সময় নেই তাদের। নিজের বাসের সিট ভরা নিয়ে কথা। যার যা হোক তাতে তাদের কি আসে যায়। প্রজাপতির বাসের চালকের কাছে কোন আবেদনই যেন পৌঁছে না বা তাদের মন নরম করতে পারে না।
গতকাল রবিবার কেরানীগঞ্জ উপজেলার আটিবাজার সংলগ্ন ঘাটারচর গোল চত্তরে দেখা যায় সামনে রয়েছে প্রজাপতির বাস। ঠিক একটি সিএনজির পিছনেই একটি এম্বুলেন্স রোগী নিয়ে যাচ্ছে। হর্ন দিলেও বাসের চালক তার জায়গায় অনড়। অনেকক্ষণ সময় পাড় হলেও সে এম্বুলেন্সটি যেতে দিল না। এ যেন এক ক্ষমতার পেশি শক্তির দেখানো। কে পারে তাদের কিছু করতে। সরেজমিনে দেখা গেছে ঘাটারচর থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে যেতে ৩০/৪০ মিনিট সময় ব্যয় করেন তারা।
যাত্রীরা পড়েন বিপদে। প্রজাপতি বা অন্যদের অবস্থাও প্রায় একই। দেশে চালকদের বেপরোয়া আচরণ দেখা যাচ্ছে অনেক আগে থেকেই। অনেক সাধারণ মানুষ বা শিক্ষার্থী কেউ রেহাই পাচ্ছে না তাদের থেকে। তাদের বেপরোয়া আচরণ দিনকে দিন বেড়েই চলছে। ছাত্রীদের ধর্ষনের হুমকি পর্যন্ত দিচ্ছে তারা। অচিরেই তাদের আইনের আওতায় নিয়ে আসা দরকার বলে মনে করেন দেশের বুদ্ধিজীবীরা।
.

