পটুয়াখালী প্রতিনিধিঃ মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আশরাফ আলী হাওলাদার,যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সিকদার ও জাহাঙ্গীর আলম ফরাজীর হস্তক্ষেপে সমাধান করা হয়েছে মাধবখালী ইউনিয়নের নবগঠিত বিএনপি’র কমিটিতে সৃষ্ট সংকটের।
রবিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার কাঠালতলী গ্রামে মাধবখালী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শাহীন চৌধুরীর বাসভবনে সন্ধ্যা ৬ থেকে ৯ টা পর্যন্ত আলোচনার মাধ্যমে সমঝোতায় আসে ইউনিয়ন বিএনপি থেকে অব্যাহতি নেওয়া ২৩ নেতাকর্মী।
এ সময় তারা অব্যাহতিপত্র প্রত্যাহার করে নেয়। এ বিষয় উপজেলা বিএনপি’র আহবায়ক আশরাফ আলী হাওলাদার বলেন, বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে। মাধবখালী ইউনিয়ন বিএনপি’র মাঝে একটু ভুল বোঝাবুঝি হওয়ার কারণে এই সংকটের সৃষ্টি হয়েছিল। উপজেলা বিএনপি’র হস্তক্ষেপে তা সমাধান হয়েছে।
আগামীতে সাংগঠনিক সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই কমিটি ঐক্যবদ্ধ থাকবে। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে তারা সকল ওয়ার্ডের কমিটি গঠন করবেন।
এ সময় মাধবখালি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শাহীন চৌধুরী পাশা বলেন, উপজেলার নেতৃবৃন্দের কথায় আমরা আস্বস্ত হয়েছি। আলাপ-আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হয়েছে। আগামীতে আমরা ঐক্যবদ্ধ থেকে সংগঠনের সকল কাজ এগিয়ে নেব।
এর আগে গত শনিবার ৫ ফেব্রুয়ারি গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে মাধব খালি ইউনিয়ন বিএনপি থেকে অব্যাহতি নেন ২৩ নেতা।