পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌউসের সই করা একটি চিঠিতে মূল বিষয়বস্তু তারিখে ভুল হয়েছে বলে অভিযোগ উঠেছে। চিঠিটি রবিবার (১৩ মার্চ) উপজেলার বিভিন্ন পেশাজীবী,রাজনৈতিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রধান বরাবর পাঠানো হয়।
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভার তারিখের ভুল ধরা পড়ায় সমালোচনার মুখে পড়েছেন এই কর্মকর্তা। তবে এই ভুলকে গুরুত্বপূর্ণ ভুল উল্লেখ করে মোসাঃ তানিয়া ফেরদৌউস বলেন, ‘এটি মাহফিলের ব্যস্ততার কারণে হয়েছে।’
চিঠিতে বলা হয়েছে ২৮.০২.২২ তারিখ সাকল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অস্থিরতা, সহিংসতা ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টার এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হবে।