স্টাফ রিপোর্টারঃ উত্তরবঙ্গ আইনজীবী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ (২৪ এপ্রিল রোজ রবিবার)। ঢাকার স্টার কাবাব হোটেল এন্ড রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ আইনজীবী সমিতির সভাপতি জনাব মোঃ মনজুর আলম মন্ঞ্জু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি কাজী ইজহারুল হক। অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে উত্তরবঙ্গের যারা নির্বাচিত হয়েছেন তাদের সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আইনজীবী সমিতির সহসভাপতি মাজেদুর রহমান মামুন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, প্রচার সম্পাদক জাহেদুল আলম জ্যোতি, সাবেক কার্যনির্বাহী সদস্য লুবনা আক্তার, পাবনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ মন্ডল, সমাজকল্যাণ সম্পাদক ফয়েজ আকতার, সাবেক ট্রেজারার আরিফুল ইসলাম কাউসার, উত্তরবঙ্গ আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মোল্লা, সাবেক কার্যনির্বাহী সদস্য বাবুল আকতার বাবু ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য ফয়সাল কবির সৌরভ ও সামিউল ইসলাম প্রিন্সসহ প্রমুখ।