দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকা জেলা দোহার উপজেলার কাঠালীঘাটা গ্রামে ঈদ উপলক্ষে বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঈদকে সামনে রেখে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ১২ টা সময় কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একহাজার (১০০০) পরিবার এবং বিকেলে রাইপাড়া ও বান্দুরা (৬০) জন ইমাম মহদয়ের মাঝে ঈদ উপহার পদান করা হয়।
কাঠালীঘাটা মাসুম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত দাতা সদস্য ও জার্মান বার্য়ান্ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রোমান মিয়ার অর্থায়নে বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতি বছরের ন্যায় এবারও রাইপাড়া ও বান্দুরা ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন,কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে মো রনি মিয়া, সুরুজ আলম সুরুজ, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মনজুর রশিদ, আব্দুস সালাম আজাদ , রাজিব শরিফ ,একলাল উদ্দিন আহমেদ, মোঃ শহিদুল ইসলাম শহিদ, মোঃ আইয়ুব বাওয়ালী, ইসমাঈল মাদবর, জাকির হোসেন,হাকিম ভিলা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন,
বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব রোমান মিয়া ও কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম মিয়া অবদান সবচেয়ে বেশি। এখানে যারা দুস্ত, অসহায় পরিবার আছেন, তাদের পাশে দাড়িয়ে রোমান মিয়া যে নেক-নিয়ত করেছেন তাদের আশা যেন আল্লাহ পূরণ করেন এবং শুধু এই ঈদ উপহার ই নয় রোমান মিয়া এবং মাসুম মিয়া সকল প্রকার সামাজিক কর্ম -কাণ্ডে সবার পাশে থাকেন।
কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ বলেন,, বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ও জার্মান বার্য়ান্ন আওমীলীগের সভাপতি মোঃ রোমান মিয়া অর্থায়নে এবং তার আহবানে আমরা এলাকার দরিদ্র পরিবারের মাঝে এর আগে ইফতার সামগ্রী এবং এখন ঈদ বস্ত্র বিতরন করেছি। ট্রাস্টের চেয়ারম্যান রোমান মিয়ার আহবানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আগামীতে আরো কর্মসূচি পালন করা হবে।
বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যন মোঃ রোমান মিয়া বলেন, আমাদের ওয়েলফয়ারট্রাস্টের সকল সামাজিক কর্মসূচি ও দরিদ্রদের মাঝে আমরা প্রতিবছর ইফতার সামগ্রী, গরিব দুঃখিদের ঈদ বিতরণ করে থাকি। আমাদের এই ইফতার সামগ্রী ও সকল সহায়তা দরিদ্রদের জন্য অব্যাহত থাকবে।