মুক্ত নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের কাছে ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস ও ১১৭ রানে হেরেছে বাংলাদেশ। ফলে ১-১ সমতায় শেষ হলো সিরিজ। তৃতীয় দিন ফলোঅনে পড়ে লিটন দাসের সেঞ্চুরির পরো টাইগারদের দ্বিতীয় ইনিংস থামে ২৭৮ রানে। এরআগে প্রথম ইনিংস ৬ উইকেটে ৫২১ রান করে ইনিংস ঘোষণা করেছিলো ব্লাকক্যাপরা। আর বাংলাদেশ অলআউট হয়েছিলো মাত্র ১২৬ রানে।
প্রথম টেস্টে প্রথম বারের মত নিউজিল্যান্ডের বিপক্ষে দারুন জয় পায় বাংলাদেশ। দুই উইকেট হারিয়ে মুশফিকের দুর্দান্ত চারে জয় আসে বাংলাদেশ শিবিরে।