আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। প্রতিবছর এই দিনে বাংলাদেশে দিবসটি পালন করা হয়। সন্মান জানানো হয় দেশের সশস্ত্র বাহিনীদের। কিন্তু কেনো সম্মান জানানো হয়? উত্তর খুঁজতে হলে পেছনে ফিরে তাকাতে হবে মহান মুক্তিযুদ্ধের ক্যালেন্ডারে। ১৯৭১ সালের প্রথম দিকে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেলেও সশস্ত্র বাহিনীর সম্মিলিত অংশগ্রহণ হয় ২১ নভেম্বর।
এদিন থেকেই ৩ বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। সশস্ত্র বাহিনীর অংশ নেওয়ার মাত্র ২৫দিনের মাথায় পাক বাহিনী আত্মসমর্পণ করে ঐতিহাসিক ১৬ই ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে। প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা পরাজয় বরণ করে। আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দেয়। যার মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষ অর্জন করে লাল সবুজের পতাকার বাংলাদেশ।
মুক্তিযুদ্ধে তিন বাহিনীর অসামান্য অবদানকে স্বীকৃতি দেয়া এবং শহীদ হওয়া সশস্ত্র বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যই ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিসব ঘোষণা করা হয়। এই দিনে ঢাকা সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,এবং তিন বাহিনীর প্রধান পুষ্প স্তবক অর্জন করেন। এছাড়া সেনা নিবাস, নৌ ও বিমান ঘাঁটিগুলোতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।