পটুয়াখালী প্রতিনিধিঃ নিয়মনীতি উপেক্ষা করে গলাচিপা উপজেলার সুহুরী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মো.রাজা মিয়ার বিরুদ্ধে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেও প্রতিকার পায়নি এলাকাবাসী।
সূত্র জানায়, উপজেলার গোলখালী ইউনিয়নের সূহরী মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০০৪ সালে এমপিও ভূক্ত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পানি উন্নয়ন বোর্ডে সহকারি প্রকৌশলী আ.ছত্তার মিয়া সভাপতির দায়িত্ব পালন করে। তার মৃত্যুর পর তার ছেলে মো.আসাদুজ্জামান একই ভাবে সভাপতির দায়িত্ব পালন করে আসছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের শিক্ষক জানায়, প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এই বিদ্যালয়ে কর্মরত আছি কিন্তু আজ পর্যন্ত আমরা জানিনা কবে ম্যানেজিং কমিটি গঠিত হয় কবে কমিটির মেয়াদ শেষ হয়। প্রধান শিক্ষক তার ইচ্ছা মত শিক্ষক প্রতিনিধি নেন।
এদিকে বর্তমান মেয়াদে ম্যানেজিং কমিটি গঠনের জন্য ২৬ অক্টোবর ২০২১ তফসিল ঘোষণা করে ২০নভেম্বর ম্যানেজিং কমিটি গঠন করা হলেও কোন অভিভাবক বা বিদ্যালয়ের কোন শিক্ষক বা এলকাবাসী কোন কিছুই জানেনা। ওই বিদ্যালয়ের ছাত্র অভিভাবক মো.মাসুদ প্যাদা জানায়, কমিটি গঠনের ২মাস পর আমরা জানতে পারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মো.রাজা মিয়া জানায়, আমাদের ছোট স্কুল, বোঝেনতো এলাকার অনেক কিছুই ম্যানেজ করে চলতে হয়। নিয়ম মেনে স্থানীয় সরকারি দলে মতামতের ভিত্তিতেই ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.হালিম মিয়া জানান, প্রধান শিক্ষক আমাকে কমিটির মেয়াদ শেষ নতুন কমিটি গঠন করতে হবে জানিয়েছে।
কিন্তু কি প্রক্রিয়া কমিটি গঠন করা হয়েছে আমি তা কিছুই জানিনা। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা জানান, কমিটি গঠিত হয়েছে অনেক দিন হলো। অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।