দরজা বন্ধ একা ঘরে,
মোবাইল হাতে কী যে করে!
সারাক্ষণই ব্যস্ত দেখি
আপন মনে কথা কয়,
আমাদের বাবু-সোনা
গেম-অ্যাডেকটেড মনে হয়।
গভীর রাত জেগে খোকা
গেইম খেলায় ব্যস্ত থাকা।
এক লেভেল শেষ করলেই
রাজ্য জিতেছে ভাব লয়,
কখনো যদি সে ক্রাশ খায়
সারাদিন মন-খারাপ যায়।
এভাবে চলতে থাকলে
পাগল হবে সে নিশ্চয়!
কত করলাম নিষেধ আরোপ
মোবাইল-গেম খুবই খারাপ।
তবুও কথা শুনে না সে
তাকে নিয়ে টেনশন হয়,
পড়ালেখায় ডাব্বা মারে
কত করে বোঝাই তারে।
অকাজে সময় নষ্ট করলে
শেষে আফসোস করতে হয়।
ভোরবেলা জাগো নিত্য
সুস্বাস্থ্যের প্রধান শর্ত।
ভোরের হাওয়া লাগালে গায়ে
রোগ ব্যধি দূরে যায়,
এমনি আরো কত উপদেশ
অহ-নিশি শুনানো হয়।
মোয়াজ্জিনের আহ্বানে জেগে
স্রষ্টার বন্দনা করো আগে।
ভবিষ্যৎ গড়ার এটাই সময়
হেলা যেন নাহি হয়,
রুগ্ন-দুর্বল অলস হলে
সকল কাজেই পাবে ভয়।
শত বোঝালেও বলে তারা
মোবাইল-গেম যাবে না ছাড়া।
সোনার ছেলেরা গেইমাসক্ত
পিতা-মাতা আজ নিরুপায়।
গেম-কোম্পানিগুলো বলদ পেয়ে
অকারণে ডলার নিচ্ছে হাতিয়ে।
আপন চোখে ঠুলি-পরা
‘কুলুর বলদ’ এদেরই কয়।

খানেপুর, ঢাকা-১৩২১
© রচয়িতা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।