হিন্দু-মুসলিম মোরা বাংলার জমিনে
পাশাপাশি বসবাস বহুকাল ধরে,
ভাতৃসম মিলেমিশে আছি পরস্পরে।
ধর্ম বিনা ভেদাভেদ অন্যতে দেখিনে।
যেথা মসজিদ গড়ে’ মধুর আজানে
ডাকে আল্লাহর পথে ইবাদত-তরে,
সে মাটিতে শঙ্খ-ধ্বনি বাঁজে গো মন্দিরে।
উভয়ে স্রষ্টারে ডাকে নিজ নিজ ধ্যানে।
যে নদীতে স্নান করে কেহ করে পূজা,
সালাত আদায় করে সে-জলে গোসলে,
প্রভূর সন্তুষ্টি লাগি’ আত্ম নিবেদন।
এক সূর্য আলো দেয়, এক দেশে প্রজা,
এক ভাষা কথা বলি দেশের সকলে,
চাই না হিংসা বিভেদ, এই হোক পণ।

জাহাঙ্গীর আলম,
খানেপুর, ঢাকা – ১৩২১
© রচয়িতা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।