বই সম বন্ধু নাই জগত মাঝারে
জানার শেখার পথ যত আছে ভবে,
পঠন বিনা অজানা সবি থেকে যাবে,
অজানারে জানি মোরা বই পড়ে পড়ে।
রুচিশীল বই যত বিশ্ব চরাচরে —
আত্মতৃপ্তি লভি’ মোরা পাঠ করি যবে,
জ্ঞানালোকে এ সমাজ আলোকিত হবে,
পাঠ্যাভাস গড়ি’ এসো প্রতি ঘরে ঘরে।
সব বন্ধু ছেড়ে যাবে তোমার নিদানে,
সমব্যথী হয়ে বই দিবে গো ভরসা
সুখে-দুঃখে পাশে পাশে রবে সারাক্ষণ।
বই-পড়ো দিব্যদৃষ্টি পাবে প্রতিদানে,
‘আলোকিত নাগরিক’ দেশের এ আশা
পূরণে সচেষ্ট হবো — এই হোক পণ।

জাহাঙ্গীর আলম,
খানেপুর, ঢাকা – ১৩২১
© রচয়িতা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।