নিজস্ব প্রতিবেদকঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্যকারী বিজেপি নেত্রী নুপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেওয়ায় সিলেটের গোয়াইনঘাটে সাওতাল রাজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুন) উপজেলার জাফলং চা-বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাওতাল রাজ জাফলং চা বাগান এলাকার রাঙা সাওতালের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম।
তিনি বলেন, জাফলং চা বাগানের সাওতাল রাজ নুপুর শর্মাকে সমর্থন জানিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে উস্কানিমূলক পোস্ট দেয়। পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দেয়। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ায় আমরা তাকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে ইতোমধ্যে আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছি। এখন তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মুক্ত নিউজ/ইয়াসিন