পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে মাদক মামলায় পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের হিসাবরক্ষক হাসানুজ্জামানকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছেন তিন ষড়যন্ত্রকারী যুবক। অনুসন্ধান ও তদন্তে ওই তিন যুবকের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন- পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের আউটর্সোসিংয়ের পরিচ্ছন্নকর্মী মাসুম গাজী (৩০), আসাদুজ্জামান তুহিন (২৪), মেহেদী হাসান শিবলী (৩১)। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আউটর্সোসিংয়ে কর্মরত মাসুম গাজী কিছুদিন আগে চাকুরিচ্যুত হয়।
এরপর থেকেই হাসপাতালের হিসাবরক্ষক হাসানুজ্জামানকে ফাঁসাতে ষড়যন্ত্রে লিপ্ত হয় মাসুম ও তার সহযোগীরা। ষড়যন্ত্রের পরিকল্পনা অনুযায়ী সবুজ নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকায় ১১০ পিস ইয়াবা কিনে কৌশলে হাসানুজ্জামানের অফিস কক্ষে রেখে যায়।
পরে ওই চক্রের অপর সহযোগী মেহেদী হাসান শিবলী ও আসাদুজ্জামান তুহিনকে অবগত করলে তারা সদর থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে হিসাবরক্ষক হাসানুজ্জামানের অফিস কক্ষে তল্লাশি করে প্রিন্টারের টোনার বক্সের ভেতর থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করে।
পুলিশ বিস্তারিত জানার পর মাসুম, তুহিন ও শিবলীকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা বিষয়টি স্বীকার করে। ঘটনার পর দিন মঙ্গলবার রাতে তাদের বিরুদ্ধে মামলা হলে বুধবার তাদের কারাগারে পাঠানো হয়