নিজস্ব প্রতিবেদকঃ মহাকবি কায়কোবাদ। পুরো নাম কাজেম আল কোরেশী। জন্ম ১৮৫৭ সালের ২৫শে ফেব্রুয়ারি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে। মৃত্যু ১৯৫১ সালের ২১ শে জুলাই। আজ এই মহাকবির ৭১ তম মৃত্যুবার্ষিকী। পিতা শাহমত উল্লাহ আল কোরেশী ও মাতা জরিফুন্নিসা। কবি কায়কোবাদরা ছিলেন চার ভাই বোন। স্ত্রী তাহেরুন্নেসা খাতুন।
কবি দশ সন্তানের জনক ছিলেন। কর্মজীবন শুরু করেছিলেন 1887 সালে ঢাকা জেলার দোহার উপজেলার পালামগঞ্জ বাজারে ডাক বিভাগে। অবসর গ্রহণ করেন ১৯১৯ সালে। সর্বশেষ নিজ গ্রামে সরকারের অনুরোধে কিছুকাল পোস্ট মাস্টার হিসাবে কাজ করেন। মাত্র ১৩ বছর বয়সে ১৯৭০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহ বিলাপ’প্রকাশ হলে সাহিত্যাঙ্গনে আলোরণ সৃষ্টি হয়। ১৯০৪ সালে মহাশ্মশান কাব্যগ্রন্থের জন্য তিনি মহাকবি উপাধি লাভ করেন ।
১৯২৫ সালের ২রা সেপ্টেম্বর নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক এই কবি কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত হন।
তার উল্লেখযোগ্য রচনাবলী মধ্যে বিরহ বিলাপ,কুসুম কানন, অশ্রুমালা, মহাশ্মশান অমিয় ধারা, প্রেমের ফুল, মহরম শরীফ ও প্রেম পারিজাত উল্লেখযোগ্য।
এছাড়া সমসাময়িক প্রায় সকল স্বনামধন্য পত্রিকায় তিনি নিয়মিত লেখতেন। বর্তমান সময়ে তাকে নিয়ে তেমন গবেষণা ও আলোচনা নেই বললেই চলে।
মুক্ত নিউজ/আই